একলা বকুল শোনে... স্থানঃ রমনা পার্ক, ঢাকা।
The thoughts ring echoes inside, the words carry symbols. visuals emerge into the reflections. I glide-swim past those reflections and echoes. Echoes tune with the amassing fishes in the deep, so the words possess no tears! - Hasiba ali borna. /// ভাবনাগুলো মাথার ভেতরে প্রতিধ্বনি তোলে, শব্দেরা সংকেত দেয়। চারপাশের দৃশ্য কেবলই প্রতিচ্ছবি জাগায়। এসব প্রতিধ্বনি আর প্রতিচ্ছবির মধ্যে আমি সাঁতরে বেড়াই। জলের ভেতর মাছেদের সঙ্গে খেলছে প্রতিধ্বনি, শব্দের চোখে তাই জল নেই! - হাসিবা আলী বর্ণা