পিকনিক
একদিন পিকনিকে যাব। ভেবে ভেবে জমা হলো কতকিছু।
বাতাস এসে মুচকি হাসলো। আর উড়ে গ্যালো খড়কুটো।।
চোখ চিনতে মুস্কিল হয়। শব্দেরা হারায় সঙ্কেত।
এবং জমে জমে স্থির হলো পাথরও। এখন জল চায় নিজের ব্যবছেদ।।
২.বাকসোর মধ্যে ঢুকে বসে থাকি...বাকসোবন্দি হয়ে চলে যাব
বিকেলের রোদ পেরিয়ে দূরে থামবে লালরঙ্গা বাস
নদিটাও ফেলে আসা হবে দুরে...আর পুড়ে যাওয়া কালি দিয়ে লেখাপাতাগুলো
কিছুটা উড়ে মিশবে কাদায়...!
(...এবং)বুনোফুলগুলো এখন একাকি টবে
শেষকথা সব শুনেছে ওরাই কেবল
বাকসোবন্দিবরফ যেমন থাকে
তেমনি এখন উহারা ক্লান্ত, মৃত!
Comments
Post a Comment